প্রচ্ছদ

দোষী প্রমাণিত হলে প্রশাসন যা চাইবে সেটিই হবে: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলছেন, পুলিশ ও প্রশাসন একত্রিত হয়ে যা করতে চাইবে বাংলাদেশে সেটিই হবে।

গতকাল রোববার (২১) নভেম্বর বিকেলে রাজশাহীর পবা উপজেলা মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন নিয়ে যত অভিযোগ আসছে তার সবগুলো তদন্ত করা হচ্ছে। যারা দোষী প্রমাণিত হবেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও আমরা সেগুলো তদন্ত করে দেখছি।

এসময় নির্বাচন কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ।

এদিকে আগামী ২৮ নভেম্বর রাজশাহীর পবা উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

কর্মকর্তাদের ডেকে নিয়ে ইসি’র নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *