নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ির দুই উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে ভোট চলছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
সকালে বাইশারী ও দোছড়ি দুটি ইউনিয়নের কড়লিয়া মুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিশ বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২১ নম্বর বাইশারি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সবাই শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। লামা ও নাইক্ষ্যংছড়ির ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ৭২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩৭ হাজার ৪৫৪ জন ও নারী ভোটার ৩৫ হাজার ৪৩১জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৮২টি।
আরো পড়ুন:
চতুর্থ ধাপে ইউপি ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর