ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: প্রথম নারী হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করতে যাচ্ছেন সুয়ে রেডফার্ন। আন্তর্জাতিক অঙ্গনে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে নারী ক্রিকেট। শুধু তাই নয়, নারীরা আম্পায়ারিং কিংবা ম্যাচ অফিশিয়াল হিসেবেও কাজ করছে। তবে এবার নতুন একটি দৃশ্য দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। পুরুষদের ক্রিকেট ম্যাচে দেখা যাবে নারী আম্পায়ার।
স্বাভাবিকভাবে নারীদের ক্রিকেটে পুরুষ আম্পায়াররা দায়িত্ব পালন করেন। এ চিত্র নতুন নয়। তবে এবার সে চিত্র পাল্টে যাচ্ছে। প্রথম নারী হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করতে যাচ্ছেন সুয়ে রেডফার্ন।
এ প্রসঙ্গে রেডফার্ন বলেন, ‘দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে আমার। বেশ আনন্দিত আমি। এটা অপ্রত্যাশিত কিন্তু একই সঙ্গে নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ।’
এর আগে ২০১৬ সালে রেডফার্ন বিশ্ব ক্রিকেট লিগ ডিভিশনে ওমান এবং নাইজেরিয়ার মধ্যকার পুরুষ ক্রিকেট ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। একই ম্যাচে আরও একজন নারী আম্পায়ার দায়িত্ব পালন করেছেন।
নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যায় রেডফার্নকে। সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ডের নারীদের টেস্ট ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন।