ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। নিজের সাবলীল অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন অগণিত দর্শকদের মন।
প্রায় ১৩ বছর আগে সিনেমাটিতে অভিনয় করেছিলেন তিনি । এরপর আর কখনও কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি। এর আগে সিনেমাটি জাতীয় চলচ্চিত্রের পুরস্কারে বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পেলেও, মিলির হাতে ওঠেনি সেই পুরস্কার।
তবে এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এ অভিনেত্রীর। ‘মনপুরা’ সিনেমাটির জন্য ‘এক ছবিতেই ইতিহাস’ শিরোনামে একটি বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি পাচ্ছেন মিলি।
১৯ নভেম্বর ( শনিবার ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্টারপ্লাস কমিউনিকেশন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সেই অনুষ্ঠানেই ফারহানা মিলির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানা গেছে। সেই সঙ্গে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার হাত থেকে এই স্বীকৃতি গ্রহণ করবেন মিলি।