পিচে মিশে প্রাণ!
খোকন কুমার রায় :
পিচ ঢালা পথে হায় মিশে যায় কত প্রাণ
কত যে স্বপ্ন রোজ ভেঙ্গে হয় খান খান
জীবনে আহ্ববানে যে পথে পা বাড়াই
তবে কেন সেই পথে লাশ হয়ে পাই ঠাই?
বড় হতে হয় বলে ছেলেটা নেমেছে পথে
তবে কি স্বপ্ন ছেড়ে চলবে উলটো রথে?
কুচকুচে কালো সাপ গায়ে তার বিটুমিন
তার ওপর পরে রয় কত নাঈম প্রাণহীন
মেডিকেলের মর্গ হতে লাশ নিতে আক্ষেপ
চোখের জলে ভাসে স্বজন নেই কারো ভ্রুক্ষেপ
দ্বিগবিদিক হয়ে ছুটছে মৃত্যুর মালগাড়ি
সেই তরে কত প্রাণ গেলো হায় চাপা পড়ি
পথের মানুষ আমরা যে তাই পথেই পিষে মরি
শাসক তোমার কানে কি যায় না আহাজারি?
আরো পড়ুন: