প্রচ্ছদ

পাসপোর্ট দেখিয়ে বিদেশিরাও টিকা নিতে পারবেন ভারতে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতে শহরাঞ্চলে বহু বিদেশি থাকেন। এখানে কোভিড ছড়ানোর আশঙ্কা বেশি। কয়েকদিন আগেই কলকাতায় টিকা পেতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল এক পাকিস্তানি মহিলাকে। কোউইন অ্যাপে স্লট বুক করেও তিনি টিকা নিতে পারেননি শহরের বেসরকারি হাসপাতালে। এরপর রাজ্যের স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপে পান টিকা। তবে এবার থেকে এই সমস্যার মুখে পড়তে হবে না ভারতে বসবাসকারী আর কোনও বিদেশিকেই। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল যে ভারতে বসবাসকারী যেকোনও বিদেশি এবার থেকে কোউইন অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে কোভিড টিকা নিতে পারবেন। নথি হিসেবে সেই বিদেশিকে পাসপোর্ট দেখাতে হবে। এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়ার অফইসের তরফে টুইট করে লেখা হয়, ‘একসঙ্গে লড়ি, একসঙ্গে জিতি। কেন্দ্র এখন থেকে ভারতে বসবাসকারী বিদেশিদের কোউইনে রেজিস্টার করে টিকা নেওয়ার অনুমতি দিচ্ছে। এটা সংক্রমণ ঠেকানোর বিষয়টি নিশ্চিত করবে।’

পরে একটি বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানায় কেন্দ্র। বলা হয়, ‘কোভিড মোকাবিলা আরও পোক্ত করতে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে নথি হিসেবে পাসপোর্ট দেখিয়ে ভারতে বসবাসকারী বিদেশিরা টিকা নিতে পারবেন ভারতেই। কোউইনে রেজিস্টার করার পর টিকাকরণের স্লট পাবেন সেই ব্যক্তি।’

আরও বলা হয়, ‘ভারতে শহরাঞ্চলে বহু বিদেশি থাকেন। এখানে কোভিড ছড়ানোর আশঙ্কা বেশি। তাই সেখানে যাতে কোনও ভাবে করোনা ছড়িয়ে না পড়তে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতক্ষণ না সব মানুষ সুরক্ষিত হচ্ছেন, ততক্ষণ কোনও মানুষই সুরক্ষিত নয়। সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *