পানিতে ময়লার বিষয় স্বীকার করল ওয়াসা
এবার পানিতে ময়লার বিষয় স্বীকার করল ওয়াসা নিজেই। সারা বছরই পানি সংকট। যেটুকু মেলে তাও পান করার যোগ্য নয়।
ময়লা আর দুর্গন্ধ পানি ফুটিয়ে পান করলেও মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। এমন ভোগান্তি রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কয়েক লাখ বাসিন্দার।
পানিতে ময়লার কথা স্বীকার করে ওয়াসা বলছে, চোরাই পথে পানির সংযোগ নেওয়ায় ঘটেছে এমন ঘটনা। তবে নতুন পাইপলাইন ও পাম্প বাসানোর কাজ শেষ হলে থাকবে না সংকট।
ওয়াসার পানি। পান করার জন্য সংগ্রহ করা পানিতে দানা পাকিয়েছে হলুদ ময়লা, যা কয়েক ঘণ্টা ফোটানোর পরও কোনো পরিবর্তন হয় না। এ অবস্থা উত্তরার তুরাগতীরের কামারপাড়ার।
গত কয়েক বছরের তীব্র পানি সংকটে এলাকার প্রতিটা বাসায় পানি সংগ্রহে রাখতে ব্যাপক আয়োজন।