মাতৃভূমি

পানাম নগর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সোনারগাঁওয়ে ঐতিহ্য পানাম নগর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ঐতিহ্যবাহী ও প্রাচীন নগর হিসেবে খ্যাত পানাম নগর পরিদর্শন করেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।

পানাম নগর পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়সহ অনেকে।

আরো পড়ুন:

আরব আমিরাতগামী কর্মীদের করোনা টেস্টের ফি দেবে মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *