ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: পেট্রলের পর অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যেরও দাম বৃদ্ধি করতে পারে পাকিস্তান সরকার। রবিবার (৭ নভেম্বর) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা শওকত তারিন বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভি বা কর বাড়াতে বলেছে। তবে তা নির্ভর করবে পেট্রোলিয়াম পণ্যের বৈশ্বিক মূল্যের ওপর।
এদিকে সব টেলিভিশনে প্রতিদিন রাত নয়টার সংবাদ প্রচারের আগে দেশের মানচিত্র দেখানো বাধ্যতামূলক করেছে পাকিস্তান সরকার। এখবর জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এক বার্তায় জানিয়েছে সরকারের নির্দেশনার কথা।
পিইএমআরএ বলেছে, সব নিউজ চ্যানেলকে (সরকারি এবং বেসরকারি উভয়ই) নিয়মিত রাত নটায় নিউজ বুলেটিন সম্প্রচারের আগে দুই সেকেন্ডের জন্য পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র ফ্ল্যাশ করতে হবে।
আরো পড়ুন:
আফগানিস্তানে পুলিশ প্রধান-গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান সরকার