প্রচ্ছদ

পাকিস্তানে আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ করল তালেবান

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: পাকিস্তানে আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ দিয়েছে তালেবান। আফগানিস্তানে ক্ষমতা দখলের প্রায় দুই মাস পর গত শুক্রবার এই নিয়োগের কথা জানিয়েছে তারা।

ইসলামাবাদের আফগানিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন সরদার আহমেদ খান শোকাইব। খবর ভয়েস অব আমেরিকার

আগামী সোমবার তালেবানের নিয়োগ করা কূটনীতিক ও কর্মকর্তারা দায়িত্ব বুঝে নেবেন। তারা ইসলামাবাদের দূতাবাস ও তিনটি কনস্যুলেটের কার্যক্রম পরিচালনা করবেন। এর পাশাপাশি তিনি পেশওয়ার, করাচি ও কোয়েটায় আফগান কনস্যুলেটের কার্যক্রম সামলাবেন।

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, যদিও পাকিস্তান এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি কিন্তু তারা আফগান দূতাবাসে তালেবান কর্মকর্তা নিয়োগের অনুমতি দিয়েছে।

এ কারণে সরদার আহমেদ খান শোকাইব পাকিস্তানে ভারপ্রাপ্ত হাইকমিশনারের মর্যাদা পাবেন না। মেয়ের অপহরণ সংক্রান্ত ঝামেলার পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে ইসলামাবাদ থেকে আফগান হাইকমিশনারকে প্রত্যাহার করেছিল আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকার।

আরো পড়ুন:

প্রথম ডিজিটাল মুদ্রা চালু করল নাইজেরিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *