প্রচ্ছদ

পাওয়া গেছে সাঁজোয়া ডাইনোসরের নতুন প্রজাতি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: দক্ষিণ আমেরিকায় সাড়ে ৭ কোটি বছর আগে ক্রেটাসিয়াস যুগে অ্যাঙ্কিলোসর নামের এক ধরনের সাঁজোয়া ডাইনোসর বিচরণ করত। এদের দানবীয় দেহে লেজ ছিল, যার সঙ্গে যুক্ত থাকত বর্মের মতো কাঁটা। বর্মগুলোর সাহায্যে এরা শিকার করত, একই সঙ্গে ব্যবহার করত আত্মরক্ষার্থে।

বহু আগে বিলুপ্ত হওয়া এই ডাইনোসরের নতুন এক প্রজাতির ফসিল বা জীবাশ্ম পাওয়া গেছে চিলির প্যাটাগোনিয়ায়। প্রায় সম্পূর্ণ অবস্থায় পাওয়া ফসিল পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, এটি এ পর্যন্ত পাওয়া সাঁজোয়া অ্যাঙ্কিলোসর থেকে অনেকটা আলাদা। দেহের গঠন ও বৈশিষ্ট্য বিবেচনায় এটিকে এই ধরনের ডাইনোসরের নতুন প্রজাতি বলে দাবি করছেন জীবাশ্মবিদরা। তারা এর নাম দিয়েছেন স্টেগোউরস এলেঙ্গাসেন। এই প্রজাতির ডাইনোসর লম্বায় পাঁচ দশমিক ৯ ফুট থেকে ছয় দশমিক ছয় ফুট পর্যন্ত হতো।

গবেষণায় অংশ নেওয়া চিলি বিশ্ববিদ্যালয়ের ড. সের্গিও সটো-আছুনা ও তার সহকর্মীরা বলেন, বর্মযুক্ত বিশেষ লেজ সাঁজোয়া ডাইনোসরকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে স্টেগোউরস এলেঙ্গাসেনের লেজের কাঁটাগুলো থাকত জোড়ায় জোড়ায়, যা অ্যাঙ্কিলোসরের অন্য প্রজাতিগুলোর থাকত না। অন্যদের লেজে সাধারণত এক স্থানে একটি করে কাঁটা থাকত। স্টেগোউরসকে উপ-অ্যান্টার্কটিকান ডাইনোসরও বলা হচ্ছে। কারণ চিলির যে অঞ্চলে নতুন ফসিলটি পাওয়া গেছে তা জৈব-ভৌগোলিকভাবে পশ্চিম অ্যান্টার্কটিকার সঙ্গে সম্পৃক্ত।

সূত্র: সায়েন্স নিউজ।

আরো পড়ুন:

কৃত্রিম কৌশল অবলম্বন করায় সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ ৪৩ উট!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *