ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম:অস্ট্রেলিয়া সিরিজের পরেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে কিউইরা।
আগস্টের শেষদিকে কিউইরা বাংলাদেশে এলেও সিরিজ মাঠে গড়াবে সেপ্টেম্বরে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে।
মূল লড়াইয়ে নামার আগে সফরকারী দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।