বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: পিপলস ফর দ্যা ইথিক্যাল ট্রিটমেন্টের (পেটা) ‘অ্যাওয়ার্ড’ পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
পেটা মূলত প্রাণি অধিকার আদায়ের উদ্দেশ্যে আন্দোলনকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতি বছর প্রাণিদের জন্য সচেতন তারকাদের সম্মান জানিয়ে থাকে পেটা। এবছর ‘পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলেন আলিয়া।
বিড়াল, কুকুর এবং পশুবান্ধব ফ্যাশনকে সমর্থন করার জন্য এই সম্মান পেলেন আলিয়া। বিড়াল এবং কুকুরদের জন্য প্রাণি সুরক্ষা আইনের পক্ষে প্রায়ই কথা বলেন তিনি। কাছের মানুষ ও ভক্তদের এ ব্যাপারে কথা বলতে উৎসাহ দেন।
আরো পড়ুন:
জন্মদিনে উপহার পেলেন ৩ কোটির গাড়ি, ৩০ লাখ টাকার লেদার জ্যাকেট