পর্যটন ও পরিবেশ

পর্যটকদের জন্য খুলল ভুটানের দরজা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়া হলো ভুটানের। তবে ভুটানে বেড়াতে গেলে অন্তত ২১ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। প্রতিদিনের জন্য ভুটান-সরকার নির্দেশিত ফি দিতে হবে পর্যটকদের। বেড়ানোর জন্য প্রতিদিনের ন্যূনতম ফি ছাড়াও লাগবে সমস্ত রকমের কোভিড টেস্টের খরচ। এর পাশাপাশি স্বাস্থ্যবীমা থাকতেই হবে।

ভুটানের প্রধানমন্ত্রী ডঃ লোটে শেরিং বলেছেন, ‘সরকার কখনই পর্যটকদের ভুটানে আসা বন্ধ করেনি। তবে গোটা বিশ্বের মতো আমরাও অসহায় অবস্থায় পড়েছিলাম। কিন্তু বর্তমানে আমরা কিছুটা কোমর শক্ত করতে পেরেছি। তাই পর্যটকদের স্বাগত জানাচ্ছি। কিন্তু পর্যটকদের কঠোর কোভিড নির্দেশিকা-সহ সমস্ত আচরণবিধি মানা বাধ্যতামূলক।’ করোনা সংক্রমণের জেরে বিশ্বের বহু দেশ নাকাল হলেও ভুটানে সংক্রমণ কার্যত নেই। প্রথম ঢেউয়ে সামান্য কিছু মানুষ আক্রান্ত হলেও এর পরে নতুন করে কোনও সংক্রমণ ছড়ায়নি। এখন ভুটানে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া। সে কারণেই সংক্রমণ ঠেকাতে এমন কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *