জাতীয়সর্বশেষ

পরীমনিকে নিয়ে নতুন গুজব এফডিসিতে

পরীমনিকে নিয়ে নতুন গুজব এফডিসিতে

আবার পরীমনিকে নিয়ে নতুন গুজব এফডিসিতে।

নায়িকা পরীমনি সদ্যই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন। আগামী দেড় বছর মিডিয়া থেকে দূরে থাকবেন তিনি। সন্তানের সুরক্ষার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেন পরী। এই বিষয়ে একমত নায়িকার স্বামী তরুণ অভিনেতা শরিফুল রাজ।

এদিকে হঠাৎ নতুন খবর ছড়াল এই নায়িকাকে নিয়ে। শোনা যাচ্ছে, ২৮ জানুয়ারি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরী। নায়িকার প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।

কারণ বিভিন্ন সময় শিল্পীদের পাশে থাকতে দেখা গেছে তাকে। এই নায়িকার প্রার্থী হওয়ার বিষয়টি অনেকেই ইতিবাচকভাবেই গ্রহণ করতে চাইছেন।

ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানলের অন্যতম প্রারথী চিত্রনায়ক ইমন বলেন, ‘আমরা আজ মনোয়নপত্র জমা দেব। পরীমনি আমাদের প্যানেল থেকে ইলেকশন করছে বিষয়টি আমি জানি না। কাঞ্চন ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে হবে।’

একটি সুত্র বলছে, পরীমনি এখন মা হওয়ার বিষয়টি নিয়ে খুব সিরিয়াস। এই মুহূর্তে নির্বাচনের কোনো ইচ্ছে নেই তার। কেউ হয়তো ইচ্ছে করেই এই নির্বাচনে প্রার্থী হওয়ার গুজব ছড়িয়েছেন। আপাতত নিজের মতো করেই সময় কাটাতে চান পরী।

গত সোমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে হইচই ফেলে দেন পরীমনি। তার এই অনাগত সন্তানের বাবা শরিফুল রাজ। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। রাজ-পরীর বন্ধুত্ব পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের ‘গুনিন’ ওয়েব ফিল্মের শুটিং সেটে। গত বছরের ১১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় শুটিংয়ে অংশ নেন তারা। সেখানেই জানা-শোনা, বন্ধুত্ব-প্রেম। অতঃপর বিয়ের সিদ্ধান্ত নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *