শিক্ষা ও সাহিত্যসর্বশেষ

পরীক্ষায় ফেল করায় বকুনি, ১৮ দিনেও ঘরে ফিরেনি তানজিলা

নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানু (১৬) নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়েটির বাবা। থানায় ডায়েরি করার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও তানজিলার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে ঘুরছেন বাবা শামসুর রহমান।

নিখোঁজ তানজিলা বানু উপজেলার ভেটী গ্রামের শামছুর রহমান প্রামাণিকের মেয়ে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নেন।

নিখোঁজ তানজিলার বাবা শামসুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আমার মেয়ে তানজিলা অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল তানজিলা এক বিষয়ে ফেল করেন। এ নিয়ে মেয়ে তানজিলা মন খারাপ করে থাকলে আমরা তানজিলাকে কয়েকটা কথা বলি এবং তাকে আবার পরীক্ষার দেওয়ার জন্য প্রস্ততি নেওয়ার জন্য বলি। গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে মেয়েকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিলে তারা কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ও আমার স্ত্রী ঘরে গিয়ে দেখি মেয়ে তানজিলা ঘরে নেই। তাৎক্ষণিক আশপাশের বাড়িতে ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাইনি। সেদিন থেকে সে হঠাৎ করে নিখোঁজ হন

এরপর মেয়ের সন্ধান পেতে রণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছি। তারপরেও আজও মেয়ের কোনো সন্ধান মেলেনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ আরটিভি নিউজকে বলেন, থানায় ডায়েরি হওয়ার পর থেকে আমরা মেয়েটির সন্ধানের জন্য চেষ্টা করছি। আশা করছি দ্রুত মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *