প্রচ্ছদ

পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি করলেন মোহাম্মাদ এহসাই

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বিশ্বখ্যাত ইরানি ক্যালিগ্রাফার মোহাম্মদ এহসাই প্রায় এক যুগ সময় নিয়ে পবিত্র কুরআনের সম্পূর্ণ ক্যালিগ্রাফি শেষ করেছেন। তিনি ক্যালিগ্রাফি করেছেন মোহাক্কাক লিপিতে। ইসলামি ক্যালিগ্রাফির একটি ধরন হচ্ছে মোহাক্কাক লিপি।

গোলেস্তান গ্যালারিতে বর্তমানে শিয়া মাশক শৈলীতে তার হাতে করা একটি শিল্পকর্ম সংগ্রহের প্রদর্শনী চলছে। রোববার গ্যালারি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুরো পবিত্র কুরআন লিপিবদ্ধ করার জন্য তিনি এক দশক কাটিয়েছেন। মহান আল্লাহর বাণীর প্রভাবে আবেগ দিয়ে তিনি এই মহতি কাজ সম্পন্ন করেছেন।

এহসাই বলেন, গত দশ বছরে আমি সম্পূর্ণভাবে প্রিয় কুরআন লেখার দিকে মনোযোগ নিবদ্ধ করেছি। যদিও আমি চল্লিশ বছর ধরে এই প্রকল্পটি মাথায় রেখেছি এবং এটি নিয়ে কাজ করেছি।

৮২ বছরের বৃদ্ধ এহসাই মোট ২ হাজার ৬৫০ পৃষ্ঠায় পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি সম্পন্ন করেছেন। প্রতিটি পৃষ্ঠায় লাইনের সংখ্যা রয়েছে ৫টি। প্রখ্যাত ইরানি বুকবাইন্ডার মজিদ ফাদিয়ান প্রকাশের জন্য পবিত্র কুরআনের পাণ্ডুলিপিটি প্রস্তুত করছেন।

সূত্র: তেহরান টাইমস।

আরো পড়ুন:

সাত মাসে ইরানের ৬০ মিলিয়ন ডলারের জাফরান রপ্তানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *