উদ্যোগ ও উদ্যোক্তাজাতীয়সর্বশেষ

পদ্মা সেতুর ২৯৬ ল্যাম্পপোস্ট পাঁচ দিনে জ্বলল সম্পূর্ণ

পদ্মা সেতুর ২৯৬ ল্যাম্পপোস্ট পাঁচ দিনে জ্বলল সম্পূর্ণ

স্বপ্নের পদ্মা সেতুর ২৯৬ ল্যাম্পপোস্ট পাঁচ দিনে জ্বলল সম্পূর্ণ। বুধবার (৮ জুন) পরীক্ষামূলকভাবে বাতিগুলো জ্বালানো হয়। এতে গত পাঁচ দিনে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টের ২৯৬টির বাতি জ্বলল।

প্রকল্পের সহকারী তড়িৎ প্রকৌশলী সাদ্দাম হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার মূল সেতুর ৩৭ থেকে ৪২ নম্বর পিলারের ৪২টি এবং জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ২২টি ল্যাম্পপোস্টের বাতিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে জ্বালানো হয়। আগামী দু-একদিনের মধ্যে সেতুর সব বাতি জ্বালানো হবে।

এর আগে মঙ্গলবার একদিনে পদ্মা সেতুর ১৪৮টি ল্যাম্প পোস্টের বাতি পরীক্ষামূলক জ্বালানো হয়। সোমবার ৪২টি, রোববার ১৮টি এবং শনিবার ২৪টি বাতি জ্বালানো হয়। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে।

আগামী ২৫ জুন পদ্মা সেতুতে যান চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেষ হবে সেতুর সব কাজ। বুধবার মূল সেতুতে রোড মার্কিং ও রেলিং স্থাপনের কাজ করা হয়েছে। ২২ জুনের মধ্যে এসব কাজ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *