নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার পর ফেরিতেই রাবারের আস্তর লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। তবে এর আগে সেতুর পিলারে রাবারের আস্তর লাগানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি তদন্ত কমিটি।
আজ বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আপাতত বাংলাবাজার শিমুলিয়া রুটে চলাচলকারী পাঁচ ফেরির সামনে ও পেছনে রাবারের আস্তর (ফেন্ডার) লাগানো হবে। এ জন্য আমরা ই-টেন্ডার আহ্বান করব।
এদিকে ফেরি কাকলীর পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় গঠিত পাঁচ সদস্যের কমিটি বুধবার রাতে সংস্থার চেয়ারম্যানের কাছে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
গত ২০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত চারটি ধাক্কার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিআইডব্লিউটিসির দুটি তদন্ত কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি। নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সাত গুচ্ছ সুপারিশ বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠিত হলেও এখনো তারা কোনো সভা করেনি বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়।