উদ্যোগ ও উদ্যোক্তাজাতীয়সর্বশেষ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিবে জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিবে জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিবে জানালেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা করায় বিএনপির বুকে বিষজ্বালা উপচে পড়ছে। তবুও পদ্মা সেতুর অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়া হবে।

মঙ্গলবার (৩১ মে) সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু মানেই শেখ হাসিনা। তার সাহসের প্রতীক পদ্মা সেতু। শত মিথ্যাচারের পরও পদ্মা সেতু নিয়ে তিনি ছিলেন হিমালয়ের মত অটল। এটি নিয়ে এখনও বিএনপি অবিরাম মিথ্যাচার করছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের পরিপেক্ষিতে কাদের বলেন, বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কিন্তু সব কিছুর শেষ আছে। বেশি বাড়াবাড়ি ভালো না। আগুন নিয়ে খেললে পরিণতি ভয়াবহ হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে অপমান ও হত্যার হুমকি দিয়েছে বিএনপি। ছাত্রলীগ কি বসে থাকবে? আওয়ামী লীগও দেখবে কত ধানে কত চাল।

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সবাই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ বলেন, আন্দোলনের নামে আগুনসন্ত্রাসের জবাব রাজপথে দেয়া হবে। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে আছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে লাভ হবে না, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। আগামী নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে। সরকার তাদের সহযোগিতা করবে।

কাদের বলেন, বিএনপি যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন থেকে সরেও যায়, তবুও তখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *