নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রাজবাড়ীর পদ্মায় এক জেলের জালে ধরা পড়লো বিশাল আকৃতির একটি কাতলা মাছ, যেটির ওজন ৩০ কেজি ১০০ গ্রাম।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জয়নাল সর্দারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি তোলার পর এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা।
দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, “মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে জয়নাল সর্দার। এ সময় তার জালে এই কাতলা মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে ১,৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার বিক্রি হয় মাছটি। মাছটিকে পদ্মায় রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।