ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মিরপুর স্টেডিয়ামে পতাকা উড়িয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে এই আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মাহবুবুল হক।
তিনি বলেন, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানে পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকালে আদেশ দেওয়া হবে।
আরো পড়ুন:
বাংলাদেশের হয়ে শারমিন সুপ্তা প্রথম সেঞ্চুরির নতুন ইতিহাস গড়লেন