অর্থনীতি

ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর আরোপে ১৩৬ দেশের সম্মতি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বৃহৎ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যূনতম ১৫ শতাংশ হারে কর আদায় নিশ্চিতে একটি বৈশ্বিক চুক্তিতে সম্মত হয়েছে ১৩৬ দেশ। একই সঙ্গে এই চুক্তির ফলে কর ফাঁকি দেওয়াও কঠিন হবে এসব প্রতিষ্ঠানের জন্য।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

ওইসিডি জানিয়েছে, কেনিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা চুক্তিতে যোগ দেয়নি।

ওইসিডি’র মহাসচিব ম্যাথিয়াস করম্যান এক বিবৃতিতে বলেন, ‘আজকের চুক্তিটির মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক কর ব্যবস্থা ন্যায্যতর হবে এবং আরও ভালোভাবে কাজ করবে।’

‘কার্যকর এবং সুষম বহুপক্ষীয় ব্যবস্থা নিশ্চিতে এই চুক্তি একটি বড় বিজয়’, যোগ করেন ওইসিডি’র মহাসচিব।

ওইসিডি বলছে, ন্যূনতম কর হার নির্ধারণের ফলে চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো বার্ষিক প্রায় দেড়শ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ নতুন রাজস্ব অর্জনে সক্ষম হবে এবং বিভিন্ন দেশ বড় বহুজাতিক কোম্পানিগুলোর ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মুনাফার ওপর কর আরোপ করতে সক্ষম হবে।

আরো পড়ুন:

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ : বিশ্বব্যাংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *