নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ছোটবেলা থেকে হিন্দি এবং উর্দু গান গেয়ে অভস্থ গায়িকা ন্যান্সি। ছয় বছর আগে ‘রিমঝিম সাওয়ান’ নামে শ্রেয়া ঘোষালের একটি গান কভার করেছিলেন তিনি। তবে এবার প্রথম মৌলিক হিন্দি গান গাইলেন এই শিল্পী।
দ্বৈত গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছে প্রেম ইসলাম। ‘ম্যায় হু তেরা’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আয়ুশ দাস। সব ঠিক থাকলে ভারতের টি সিরিজ থেকে গানটি প্রকাশ পাওয়ার কথা।
ন্যান্সি বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল হিন্দি গান গাওয়ার। প্রেম বয়সে টিনএজার হলেও তার গায়কীতে মুগ্ধতা আছে। মেলোডি ঘরানার গানটি সবার ভালো লাগার কথা।’
প্রেম বলেন, ‘আমি শ্রোতাদের ভালো গান উপহার দিতে চাই। সেই প্রচেষ্টা থেকে এবার হিন্দি গানটি করা। আমার মনে হয় সব গানের ভাষা এক। শ্রোতাদের ভালো লাগাটাই আসল কথা। একজন গায়ক যখন শ্রোতাদের মন জয় করতে পারে তখনই তার সফলতা আসে।’