শিল্প ও বাণিজ্য

নেপাল থেকে বিদ্যুৎ আনতে চূড়ান্ত চুক্তি আগামী মাসে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: নেপাল থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে আগামী মাসে চূড়ান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (২৭ জুন) সচিবালয়ে কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎকেন্দ্র বাতিল নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্টের দাম এখনও সহনীয় পর্যায়ে আসেনি। প্রচুর জায়গা লাগে, বিদ্যুতের উৎপাদন খরচও বেশি। এই সেক্টরে নতুন প্রযুক্তি কীভাবে বাড়ানো যায় আমরা সেই চেষ্টা করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন গুরুত্ব দিচ্ছি, বিশেষ করে রিনিউঅ্যাবল এনার্জির ক্ষেত্রে নেপাল থেকে ভুটান থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসা। আমরা আশা করছি আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে।’

‘নেপালের সঙ্গে চুক্তি করতে আমাদের নেগোশিয়েশন ফাইনাল হয়ে গেছে। কনসালট্যান্ট নিয়োগ হয়ে গেছে। এই মাসের মধ্যে তাদের রিপোর্ট হয়তো আমরা পেয়ে যাব। আগামী মাসের মধ্যে আমরা ফাইনাল চুক্তিতে চলে যাব।’

বিদ্যুতের খরচ কত হবে- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনও ফাইনালটা আমার কাছে আসেনি, তাই আমি বলতে পারছি না। নেপাল থেকে মোট ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের ট্রান্সমিশন কোম্পানি জিএমআর ট্রান্সমিশন লাইন করে আমাদের বিদ্যুৎ দেবে। এতে সুবিধা হল আমাদের বিদ্যুতের লাইনটা হয়ে গেল। এতে একটা বড় দ্বার উন্মোচন হবে। ভবিষ্যতে এই লাইন দিয়ে আমরা আরও বিদ্যুৎ আনতে পারব। আমরা চেষ্টা করছি ড্রাই সিজনে আমাদের বিদ্যুৎ ওদের ওখানে আমরা রফতানি করতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *