আন্তর্জাতিক

নেপালে বৌদ্ধ বিহার নির্মাণ করবে বাংলাদেশ, চুক্তি সই


নেপালের লুম্বিনিতে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করে দেওয়ার চুক্তি সই করেছে বাংলাদেশ। শুক্রবার লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের (এলডিটি) সঙ্গে এ চুক্তি হয়েছে।
কাঠমুন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এলডিটি সদর দপ্তরে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের (এলডিটি) ভাইস চেয়ারম্যান মেত্তেয়া সাক্যপুত্তা চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি সই অনুষ্ঠানে এলডিটির পক্ষে প্রকল্প প্রধান সরোজ ভট্টরাইসহ অন্যান্য কর্মকর্তা ও দূতাবাসের পক্ষে প্রথম সচিব মো. আলমগীর ইসলাম খান উপস্থিত ছিলেন।
চুক্তি মোতাবেক লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বরাদ্দকৃত প্লটে বৌদ্ধ বিহার তৈরিতে যাবতীয় ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *