খেলাধুলা

নেইমার এমবাপের সঙ্গে খেলা নিয়ে যা বললেন মেসি

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে নেইমার এমবাপের সঙ্গে খেলা নিয়ে লিওনেল মেসি বলেন, নেইমার ও এমবাপের সঙ্গে খেলাটা হবে দুর্দান্ত। অসাধারণ সব খেলোয়াড় দলে যুক্ত করা হয়েছে। অনুশীলন এবং লড়াই শুরুর জন্য আমার আর তর সইছে না। সেরা উপায়ে আমি এটা করব।

মেসি আরও বলেন, আমরা খেলাটা অনেক উপভোগ করতে যাচ্ছি। সবকিছু এখনই শুরু করা যাক।

ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে পিএসজি। সেখানেই এসব কথা বলেন মেসি।

নেইমার ও এমবাপের জুটিই ডিফেন্ডারদের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। এখন আবার যুক্ত হচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ত্রয়ীকে এক সঙ্গে দেখতে মুখিয়ে ভক্তরা।

মেসি ও নেইমার এর আগেও একটি ভয়ঙ্কর ত্রিফলা আক্রমণের অংশ ছিলেন। বার্সেলোনায় এই দুই জনের সঙ্গে ছিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। স্প্যানিশ দলটির আক্রমণভাগ ছিল যে কোনো ক্লাবের জন্যই ভীতি জাগানিয়া। তিন মৌসুমে তারা করেছিলেন ৩৬৪ গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *