নেইমারের অভাব নিয়ে মাঠে নামবে ব্রাজিল

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমারের অভাব নিয়ে মাঠে নামবে ব্রাজিল। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে নেইমারকে ছাড়াই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন ভোরে মেসিবিহীন আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির।

নেইমারকে ছাড়া ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ বেশ কঠিন হবে। এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। একই সঙ্গে ইকুয়েডরের কন্ডিশনে খেলাটাও বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি।

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ৩৫ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলে সবার ওপরে। তারপরও বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে বেশ সিরিয়াস পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই মিশনেই তাদের গন্তব্য এবার ইকুয়েডর।

এই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে ১১ ফুটবলার নিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে ইপিএলে পারফর্ম করা খেলোয়াড়দের। তবে স্পটলাইট কেড়ে নিয়েছেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়্যুস জুনিয়র।

ব্রাজিল মিডফিল্ডার ক্যাসেমিরো বলেন, ভিনিসিয়্যুস দারুণ এক ফুটবলার। রিয়াল মাদ্রিদে সে যা করছে তা অনন্য। তার সঙ্গে খেলতে পেরে আমি গর্ববোধ করি। তবে জাতীয় দলে তাকে মানিয়ে নিতে সময় দিতে হবে। কারণ এখানে তাকে ভিন্ন পজিশনে খেলতে হয়। আমার মনে হয় সেটাও ভিনিসিয়্যুস মানিয়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *