নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। রোববার (১৬ জানুয়ারি) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৮৩ বয়সী এ শিল্পী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা বিরজু মহারাজকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাড়িতেই ছিলেন বিরজু মহারাজ। নাতিদের সঙ্গে খেলছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। শিল্পীর প্রয়াণে শোকাহত নৃত্য জগৎ। সম্প্রতি তার কিডনির রোগ ধরা পড়েছিল। ডায়ালাইসিসও চলছিল বলে জানা গেছে।
লখনউয়ের বিখ্যাত ‘মহারাজা’ ঘরানায় জন্ম বিরজু মহারাজের। কত্থক নৃত্যের জগতে তার পরিবারের সুনাম বহু দিনের। বাবা অচ্চন মহারাজের কাছেই প্রথম তালিম শুরু বিরজু মহারাজের। পরে চাচা লচ্ছু মহারাজ ও শম্ভু মহারাজের কাছে নাচ শেখেন। শুধু নাচ নয়, গানেও পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ভালো তবলাও বাজাতেন। ছবিও অসাধারণ আঁকতেন।