নীরবে চলে গেলেন শাঁওলি মিত্র
‘বাবার মতোই’ নীরবে চলে গেলেন শাঁওলি মিত্র।
না ফেরার দেশে পাড়ি জনিয়েছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্র। শিল্পীকে দাহ করার পরই রোববার (১৬ জানুয়ারি) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এক্ষেত্রে বাবা তথা প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রকে অনুসরণ করেছেন তিনি।
শম্ভু মিত্রের শেষ ইচ্ছাপত্র অনুযায়ী তাকে দাহ করার পর মৃত্যুর খবর জানান হয়। তেমনটাই ঘটেছে শাঁওলি মিত্রের ক্ষেত্রেও। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, ছোটবেলা থেকেই নাট্যচর্চার মধ্যে ছিলেন শাঁওলি মিত্র। বাবা শম্ভু মিত্র এবং মা তৃপ্তি মিত্রকে কাছ থেকে দেখেছেন।
ছোটবেলায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে তৈরি ‘ডাকঘর’ নাটকে। সেখানে অমলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও নাট্য জগতের সঙ্গে একাত্ম হয়ে পড়েন। নিজের দলও গড়েন।