প্রচ্ছদ

নীতিমালা না মানায় চীনে বন্ধ হচ্ছে লিঙ্কডইন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: চীনে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক মাধ্যম লিঙ্কডইন। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে চীন সরকারের কড়া নীতিমালার সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হওয়ায় চীনে লিঙ্কডইন বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

বিশ্বজুড়ে ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে দারুণ জনপ্রিয় লিঙ্কডইন। তবে চীনা সরকারের চাপের মুখে কিছু সাংবাদিকের প্রোফাইল ব্লক করলে সমালোচনার মুখে পড়ে লিঙ্কডইন। চীন সরকারের পাশাপাশি ব্যবহারকারীদের চাপ সামলাতে ব্যর্থ হওয়ায় চীনে লিঙ্কডইনের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্টরা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লিঙ্কডইন চলতি বছরের শেষের দিকে বিশেষায়িত চাকরির পোর্টাল ইনজবস চালু করবে। এতে সামাজিক যোগাযোগের জন্য ফিড, শেয়ার কিংবা লেখা পোস্টিংয়ের মতো বিষয়গুলো থাকবে না।

লিঙ্কডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাক শ্রফ এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘আমরা চীনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছি। এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে সম্মতি নিতে হচ্ছে। এটা মানিয়ে চলা সত্যিই কঠিন। আর এজন্যই চীনে লিঙ্কডইনের বর্তমান সংস্করণটি এ বছরের শেষ নাগাদ বন্ধ করা হবে। এর পরিবর্তে আসবে ইনজবস অ্যাপ।’

উল্লেখ্য, চীনে লিঙ্কডইনই হচ্ছে একমাত্র শীর্ষ মার্কিন সামাজিক প্ল্যাটফর্ম। ২০১৪ সালে সরকারের যাবতীয় নিয়ম মেনে চলার শর্তে চীনে এটি চালু হয়।

আরো পড়ুন:

আবারো লাদাখ সীমান্তে চীনা ফাইটার জেট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *