ক্যরিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভিন্ন ভিন্ন পদে মোট ৪০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাকযোগে পদগুলোর জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১।
পদের নাম ও সংখ্যা: অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহ মোট ১৮ টি পদে ৪০ জনকে নিয়োগ দেয়া আবেদনের হবে।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি সবকিছু জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ।
আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখ থেকে গণনা করা হবে। পদভেদে বয়স আলাদা আলাদা।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা (just.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৬-০৯-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন । উল্লেখিত ওয়েবসাইটের ঠিকানায় সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন প্রার্থীরা।