প্রচ্ছদ

নির্বাচনের প্রচারে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার অন্যরকম উদ্যোগ

ডেস্ক প্রতিবেদন, ধূমকেতু বাংলা: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে দলের নারীকর্মীদের নিয়ে অভিনব উদ্যোগ নিয়েছেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা।

রোববার স্থানীয় সময় সকালে কংগ্রেস আয়োজিত এক ম্যারাথনে হাজারো নারী অংশ নেন।

‘আমি মেয়ে, আমিও লড়তে পারি’ স্লোগান দিয়ে লখনউ ও ঝাঁসিতে ম্যারাথনের ডাক দেন প্রিয়াঙ্কা।

করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসন এ ধরনের সমাবেশের অনুমতি দেয়নি। তবে ঝাঁসির হাজারো নারীকর্মী ম্যারাথনে অংশ নিয়েছেন। খবর এনডিটিভির।

টুইটার ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, নারীরা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

এদিকে সমাবেশের অনুমতি না দেওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা।

এক টুইটে প্রিয়াঙ্কা বলেন, হ্যাঁ, আপনি মেয়েদের নিয়ন্ত্রণ করার মতো নারীবিরোধী কথা বলছেন, তাই আপনি লখনউতে মেয়েদের ম্যারাথনের অনুমতি দেননি। তবে ঝাঁসির মেয়েরা আপনাকে বার্তা দিয়েছে, মেয়েরা এটি সহ্য করবে না, তারা তাদের অধিকারের জন্য লড়াই করবে। আপনি যদি সমাবেশ করতে পারেন, মেয়েরা দৌড়াবে।

ঝাঁসিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ম্যারাথন হয়েছিল।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি একজন মেয়ে, আমি ঝাঁসিতে ম্যারাথন লড়াই করতে পারি। মেয়েরা তাদের অধিকারের জন্য, তাদের উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য লড়াই করবে।

যদিও প্রিয়াঙ্কা কোনো অনুষ্ঠানেই যোগ দেননি।

বিধানসভা নির্বাচন সামনে রেখে এবার নারীকেন্দ্রিক প্রচারে প্রাধান্য দিচ্ছে কংগ্রেস। এর আগেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রিয়াঙ্কা। ইউপির বিধানসভা নির্বাচনে নারীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত রাখার ঘোষণা দেয় কংগ্রেস।

প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে বলেন, পরিবর্তন আনতে পারে নারীরা। তাদের সামনে এগিয়ে আসা উচিত।

আরো পড়ুন:

সু চি-শ্রিংলার সাক্ষাতের বিষয়ে জান্তা সরকারের সাড়া মেলেনি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *