এন্ড্রয়েড ও আইফোন থেকে ভয়েস কলে নিজের নম্বর গোপন রাখবেন যে ভাবে. যদি অপারেটর সাপোর্ট করে, তবেই হবে।

 

* প্রথমেই যে নম্বরে ফোন করবেন সেই নম্বরটি কপি করে নিন।

* এবার ডায়ালার অ্যাপে অ্যাস্টেরিক্স সিম্বল (*) প্রেস করে ৬৭ ডায়াল করুন।

* এরপর আপনি যে নম্বর ডায়াল করতে চান, সেটি পেস্ট করুন।

* এবার কল বাটন প্রেস করে কল করুন। আপনার অপারেটর এই ফাংশন সাপোর্ট করলে, যে নম্বর ডায়াল করেছেন, সেই ফোনে আপনার নম্বর দেখাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *