প্রচ্ছদ

নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন ইন্দোনেশিয়ায় রফতানি করবে ইরান

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন রফতানি করবে ইন্দোনেশিয়ায়। এ বিষয়ে রবিবার জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ২০১৫ সালের জুন মাসে ইরান সর্বপ্রথম রোবটিক সার্জন উন্মোচন করে। আমেরিকার পর ইরান হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ যারা সফলতার সঙ্গে রোবটিক টেলিসার্জারি ব্যবহার করছে।

তেহরানের স্বাক্ষরিত ওই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং ইন্দোনেশিয়ার উপস্বাস্থ্য মন্ত্রী আব্দুল কাদির। দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রী একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।

ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোবটিক সার্জন আমদানির ব্যাপারে ইরানের সঙ্গে সঙ্গে চুক্তি করা। এ বিষয়ে ইরানের সিনা রোবটিক কোম্পানি এবং ইন্দোনেশিয়ার ইন্দো ফার্মার মধ্যে চুক্তি হয়। ইরানে তৈরি এই রোবট সার্জনের নাম দেওয়া হয়েছে সিনা।

ইন্দোনেশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে তার আওতায় দেশটিতে রোবটিক সার্জারির জন্য দুটি কেন্দ্র নির্মাণ করবে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *