শম্পা কর: প্রতি বছরের মতো এবারও নারী সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো ‘প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং’। আজ ৮ মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিংয়ে কর্মরত সকল নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্লাটফর্ম কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির পুরুষ সহকর্মীবৃন্দ। নারী-পুরুষ বিভেদ ভুলে পারস্পরিক পেশাদার সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।
কর্তৃপক্ষের মতে, প্লাটফর্মে কোনো জেন্ডার বৈষম্য স্থান পায় না। তাই আলাদা করে নারী বোঝাতে নয়, বরং প্রতিষ্ঠানটিতে তাদের অবদানের স্বীকৃতি জানাতেই নারী দিবস পালন করেন তারা।
আরও পড়ুন: শিল্পকলায় মঞ্চায়িত হলো ‘আমিনা সুন্দরী’র ৮৬তম প্রদর্শনী
১৮৫৭ সালের ৮ মার্চ মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। তাদের ওপরে দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। নানা ঘটনার পরে ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করছে। তখন থেকেই বিভিন্ন দেশে নারীর সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে দিবসটি পালন শুরু হয়।
এরই ধারাবাহিকতায় প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিংও প্রতিবছর দিনটি উদযাপন করে আসছে। নারী দিবসের তাৎপর্য এবং পৃথিবী, দেশ, সমাজ, পরিবারের প্রতি নারীর অবদান স্মরণে দিনটির উদযাপন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং এর ডিরেক্টর স্নেহাশীষ চন্দ্র দেবনাথ। তিনি প্লাটফর্মে কর্মরত নারীদের হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
স্নেহাশীষ চন্দ্র দেবনাথ ধূমকেতু ডটকমকে বললেন, “করোনাকালীন বাংলাদেশ তথা সারা বিশ্বের নারীরা পরিবারসহ সব ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন তা অবিস্মরণীয়। আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, সেই সাথে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি”। প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং তাদের কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও অধিকার নিয়ে যথেষ্ট সচেতন এবং এখানে নারীর নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয়। সেই সাথে সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বানও জানান তারা।