ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: তালেবান শাসিত আফগানিস্তানে নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে। রোববার দেশটির সাবেক নারীবিষয়ক মন্ত্রণালয়ের সামনে বেশ কিছু নারী অধিকারকর্মী এই বিক্ষোভ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে তালেবান এ মন্ত্রণালয়ের নাম দিয়েছে নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়েই বেশ কিছুদিন ধরে চলছে ক্ষোভ।
বিক্ষোভে অংশ নেওয়া নারী তারানুম সায়েদি বলেন, মেয়েদের বাড়িতে রেখে, তাদের ওপর বিধিনিষেধ আরোপ করে, তাদের স্কুলে যেতে না দিয়ে আফগান নারীদের দমানো যাবে না।
আফগানিস্তানে একের পর এক শহর দখলে নিয়ে গত মাসের মাঝামাঝি রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। ওই সময়ই পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। ক্ষমতায় বসে নতুন সরকার ঘোষণা করেছে তালেবান।
এরআগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। তালেবানের আগের আমলে নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় ছিল। তখন এই মন্ত্রণালয় তালেবানের কট্টর ধর্মীয় মতাদর্শ বাস্তবায়নে কাজ করেছিল।
আরো পড়ুন: