প্রচ্ছদ

নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেবে তালেবান | সহশিক্ষা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে তাদেরকে পুরুষদের কাছ থেকে আলাদা থেকে পড়াশোনা করতে হবে। তালেবান সরকারের নতুন উচ্চ শিক্ষামন্ত্রী রবিবার এ কথা জানান।

তালেবানদের অধীনে ১৯৯৬-২০০১ সালের মেয়াদে আফগানিস্তানে নারীর অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। গত মাসে ক্ষমতায় ফেরার পর থেকে কট্টর ইসলামপন্থী তালেবানরা দাবি করেছে যে, তারা অপেক্ষাকৃত কম কঠোর আইন বাস্তবায়ন করবে।

দেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি বলেছেন, ছেলে-মেয়েদের একত্রে ক্লাস করার অবসান ঘটবে।

তিনি বলেন, সহশিক্ষা ব্যবস্থার ইতি টানতে আমাদের কোন সমস্যা নেই। দেশের জনগণ মুসলমান এবং তারা এটা  মেনে নেবে।

আরো পড়ুন:

জাপান-ভিয়েতনাম প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা বলল চীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *