প্রচ্ছদ

নাগরিকদের আফগানিস্তানের হোটেল এড়িয়ে চলার নির্দেশনা যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: সন্ত্রাসী হামলার হুমকির মুখে আফগানিস্তানের হোটেলগুলো এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজ সোমবার দেশ দুটি এমন সতর্কতা জারি করে। আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলায় শতাধিক হতাহতের ঘটনার কয়েক দিন পরই এ নির্দেশনা এল। খবর এএফপির।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই চরম অর্থনৈতিক ও মানবিক সংকটের মুখে পড়েছে তালেবান সরকার। মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতিও। এর মধ্যেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তালেবান কাবুল দখলের পর থেকে একাধিক হামলার দায় স্বীকার করেছে তারা।

এর মধ্যেই আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হলো। সেখানে নিরাপত্তাজনিত হুমকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের রাজধানী কাবুলের সেরেনা হোটেল এবং এর আশপাশের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।

অপর একটি সতর্কতবার্তায় ব্রিটেনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পক্ষ দেশটির নাগরিকদের আফগানিস্তান বিশেষ করে কাবুলের হোটেলগুলো থেকে নাগরিকদের সরে যেতে বলা হয়।

কাবুলের বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি সেরেনা। এর আগেও হোটেলটি দুইবার হামলার শিকার হয়েছে। তবে সেসব হামলার পেছনে হাত ছিল তালেবানের। ২০১৪ সালে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের আগে হোটেলটিতে এক হামলায় নয়জন নিহত হন। তাঁদের মধ্যে এএফপির এক সাংবাদিক এবং তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। এর আগে ২০০৮ সালে এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হন।

গত শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও অনেকে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলার ঘটনা ছিল সেটি। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে।

আরো পড়ুন:

শেষপর্যন্ত নোবেল বিজয়ী রেসাকে অভিনন্দন জানালেন দুতার্তে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *