নতুন সিইসিসহ কমিশনাররা অফিস শুরু করলেন
আগামী পাঁচ বছর দেশের নির্বাচন পরিচালনার শপথ নিয়ে আজ থেকে নতুন সিইসিসহ কমিশনাররা অফিস শুরু করলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের দলটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কমিশনের অফিসে প্রবেশ করে।
সকাল ৯টা ৩৫ মিনিটে নির্বাচন ভবনে প্রথম প্রবেশ করেন ইসি ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে সিইসি কাজী হাবিবুল আউয়াল ভবনে প্রবেশ করেন। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দফতরে যান।
সকাল ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে আসেন কমিশনার রাশেদা সুলতানা। ১০টায় আসেন কমিশনার আনিছুর রহমান এবং সবশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন মো. আলমগীর।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা।