নতুন বই আর মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা
অমর একুশে গ্রন্থমেলায় নতুন বই আর মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা। অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ প্রকাশিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি একমাত্র মেয়েকে নিয়ে মেলায় গিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
মিথিলা বলেন, ‘আফ্রিকার ওই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় সিংহ। পার্কে গেলেও সিংহকে সবাই দেখার সুযোগ পায় না। আমি আর আমার মেয়ে আইরা সে দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। এগুলো খুঁজে বের করতে গিয়ে আমরা অনেক পথশিশু দেখতে পেয়েছি। ভ্রমণের অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতায় নিয়েই বই লিখেছি। চার থেকে আট বছরের শিশুরা এ গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে।