তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বৃষ্টি দোলা। সম্প্রতি নিজের গাওয়া দুটি মৌলিক গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি।
রনক রায়হানের কথা ও সুরে ‘প্রেমের বরশী’ এবং রাসেলের কথা ও সুরে ‘মন শিকারী’ গান দুটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। এ বাবুলের পরিচালনায় কক্সবাজারে ভিডিওচিত্র ধারণ করেছেন সানি খান।
বৃষ্টি দোলা বলেন, প্রথমবারের মতো নিজের গানে মডেল হিসেবে কাজ করেছি। ফলে ভালো লাগাটা একটু ভিন্ন। আশা করি, আমার নতুন দুটি গানই শ্রোতাহৃদয়ে জায়গা করে নেবে।
তিনি আরও বলেন, গান আমার নেশা। গান নিয়ে অনেক পরিকল্পনা আছে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
অন্যদিকে নির্মাতা জানান, গান দুটির কথা বেশ চমৎকার। সুর ও সংগীতও চমৎকার। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গান দুটির দৃশ্যধারণ শেষ করেছি। আশা করি, শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।