রাজনীতি

‘নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই’


করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে ‘স্মরণে শেখ মুজিব’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরই সার্চ কমিটির গেজেট হয়। যদিও সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয় ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, তাই সেটা কিন্তু আইনের কাছাকাছি। আমি এখনো বলছি এটা আইন নয়, আইনের কাছাকাছি। তার পরও এই সার্চ কমিটি দ্বারা কয়েকজন নির্বাচন কমিশনার মনোনীত করা হয়েছিল এবং ইসি গঠন করা হয়েছিল।
আনিসুল হক বলেন, আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আমি এমন কথা বলছি না যে ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা করব না; কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে এখন নতুন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন- সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *