আইন আদালত

নটর ডেম ছাত্রের মৃত্যু : কারাগারে গাড়ির হেলপার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৮) মৃত্যুর ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে গাড়ির হেলপার রাসেল খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ নভেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে বুধবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয়ে পল্টন থানায় সড়ক ও পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় গাড়ির হেলপার রাসেল খানকে গ্রেফতার দেখানো হয়।

অন্যদিকে এ ঘটনায় গাড়ির মূল চালক হারুন মিয়াকেও (৩৭) গ্রেফতারের পর দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তার এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ নভেম্বর বেলা ১১টা ২০ মিনিটে পল্টন মডেল থানার গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার গোল চত্বরের দক্ষিণ পাশে নাঈম হাসান রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক (ঢাকা-মেট্রো-শ-১১-১২৪৪) বেপরোয়া গতিতে নাঈমকে ধাক্কা দেয়। ওই সময় গাড়িচালক ছিলেন রাসেল খান।

এরপর নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে দুপুর পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার টহল পুলিশ ও পথচারীরা ময়লার গাড়িচালক রাসেল খান ও গাড়ির ভেতরে থাকা পরিচ্ছন্নতাকর্মী গোলাম রব্বানী এবং বেলালকে আটক করে। সেখান থেকে পুলিশ তাদের হেফাজতে নেয় ও ময়লার গাড়ি জব্দ করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাসেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত চালক নয়। গাড়িটির নিয়োগপ্রাপ্ত চালক হারুন রাসেল খানকে বদলি হিসেবে চালাতে দেন। গ্রেফতার চালক রাসেল খান ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি।

আরো পড়ুন:

তৈরি করা হচ্ছে ইসি ও বিচারপতি নিয়োগে আইনের খসড়া : আইনমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *