বিনোদন প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ‘জীবনমুখী’ গানের জন্য তুমুল জনপ্রিয় নচিকেতা চক্রবর্তী। ভারতীয় এ গায়ক লিখেছেন চলচ্চিত্রের গল্পও। এবার এই সংগীতশিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হচ্ছে একটি প্রেক্ষাগৃহ। কলকাতার হাওড়া এলাকার আমতা নামের স্থানে ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হবে। নাম দেওয়া হয়েছে ‘নচিকেতা মঞ্চ’।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানায়, গত ১৪ আগস্ট একটি বেসরকারি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নচিকেতা নিজেই। সেখানেই কলেজ কর্তৃপক্ষ প্রেক্ষাগৃহ তৈরির ঘোষণাটা দেয়।
তাই বলা চলে, ভূপেন হাজারিকা ছাড়া আর কোনও শিল্পীর এমন সৌভাগ্য হয়নি। স্বভাবতই খুশি নচিকেতা। তার কথায়, ‘লজ্জা লাগছে। তবে আনন্দও হচ্ছে। আমার অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হলে আরও ভালো লাগবে।’
জানা যায়, নচিকেতার ছবি ও বিভিন্ন গানের লাইনে সেজে উঠবে প্রেক্ষাগৃহটির ভেতরের অংশ।
সম্প্রতি নিজের আত্মজীবনী লেখার কাজ শুরু করেছেন নচিকেতা। এর নাম দিয়েছেন ‘বিপজ্জনক হারমোনিয়াম’। ৩০ বছরের সংগীত জীবনে প্রায় ১০ হাজারের কাছাকাছি স্টেজ শো করেছেন এই শিল্পী। প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৮০০। অন্যদিকে, প্রেক্ষাগৃহের আসন সংখ্যাও ৮০০!