প্রচ্ছদ

নগরপিতা নয়, নগরবাসীর সেবক হিসেবে থাকতে চাই: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, “নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছি, সেবক হিসেবেই থাকতে চাই।”

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও আনসারসহ সংশ্লিষ্ট সকলের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ডিএনসিসি মেয়র।

জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করায় তিনি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে ডিএনসিসি মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং সংশ্লিষ্ট সকলের মাঝে তার পক্ষ থেকে উন্নতমানের খাবারসহ শুভেচ্ছা উপহার তুলে দেন।

আরও পড়ুন: অলিগলি থেকে রাজপথ : কোথাও নেই লকডাউনের প্রভাব

এসময় ডিএনসিসি মেয়র বলেন, “সব সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। স্বাস্থ্যসেবায় সকলকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য এই উপহার আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।”

মোঃ আতিকুল ইসলাম মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সদস্যসহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে ডাক্তার ও পুলিশসহ যে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী জীবন উৎসর্গ করেছেন ডিএনসিসি মেয়র তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ডিএনসিসি মেয়র বলেন, “করোনাকালে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” এক্ষেত্রে নগরবাসীর প্রতি তার আহ্বান, “প্রতি তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *