শিল্প ও বাণিজ্য

‘নগদ’ থেকে মোবাইল রিচার্জে ছাড়

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের সময়ে ঝুঁকি নিয়ে ঘরের বাইরে না গিয়ে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ থেকে মোবাইল রিচার্জে মিলবে ক্যাশব্যাকসহ আকর্ষণীয় ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ‘নগদ’ এর মাধ্যমে ঘরে থেকে যে কোনো মোবাইল অপারেটরের নম্বর রিচার্জ করলে শারীরিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে, পাশাপাশি ভাইরাসের বিস্তার রোধে সামান্য হলেও ভূমিকা রাখছে।

এতে আরও জানানো হয়, “সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘দেশি নগদ-এ বেশি লাভ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে, যেখানে সকল মোবাইল ফোন রিচার্জ সহজ ও সাশ্রয়ী করা হয়েছে।“

একইসঙ্গে ‘নগদ’ এর মাধ্যমে যেকোনো ডিজিটাল সেবা সেরা অফারসহ ঘরে থেকেই পাচ্ছেন গ্রাহক।

এ বিষয়ে নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনকে সহজ করতে শুরু থেকেই ‘নগদ’ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঘরে থেকে যেন মানুষ সব সেবা হাতের মুঠোয় পায় সেটি বিবেচনায় নিয়েই ‘নগদ’ থেকে মোবাইল রিচার্জ সবচেয়ে সহজ ও সাশ্রয়ী করা হয়েছে।

“আমাদের প্রচেষ্টা শারীরিকভাবে দূরে রেখেও মানুষকে সংযুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।”

নগদ এর মাধ্যমে মোবাইল রিচার্জের পদ্ধতি

দুইভাবে নগদ থেকে সহজেই মোবাইল রিচার্জ করা যায়। অ্যাপের মাধ্যমে এবং *১৬৭# ডায়াল করে।

নগদ অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে মোবাইল রিচার্জ অপশনে ঢুকতে হবে। এরপর সেখানে প্রাপক লেখা অংশে যে মোবাইলে নাম্বারে রিচার্জ করতে চান সেটি যুক্ত করে মোবাইল অপারেটর (অর্থাৎ গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক) বাছাই করতে হবে।

পরের ধাপে রিচার্জের পরিমাণ লিখে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

এই পর্যায়ে গ্রাহক চাইলে মোবাইল রিচার্জ ছাড়াও অ্যাপ থেকে যে কোনো অপারেটরের ডেটা, মিনিট বা বিভিন্ন মেয়াদের বান্ডেল প্যাকেজও কিনতে পারেন। সেক্ষেত্রে যখন পরিমাণ লেখার অপশন আসবে তখন পাশেই ভয়েস, ইন্টারনেট বা বান্ডেল লেখা তিনটি অপশন থেকে প্রয়োজন ও পছন্দ অনুসারে অফার বেছে নিতে পারেন গ্রাহক।

শেষে চার ডিজিটের পিন প্রদানের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

যারা অ্যাপ ব্যবহার করেন না তারা মোবাইলের কি প্যাডে *১৬৭# ডায়াল করে আটটি মেন্যু পাবেন।

সেখানে তিন নম্বর মেন্যুতে থাকা মোবাইল রিচার্জ বেছে নিলে পাঁচটি মোবাইল অপারেটরের নাম আসবে।

পছন্দের অপারেটর বাছাই করার পর টাকার পরিমাণ লিখে শেষ ধাপে নগদ অ্যাকাউন্টের চার ডিজিটের পিন দিতে হবে।

তাহলে মোবাইল রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *