অপরাধ ও দূনীতি

নকল ইলেকট্রনিক পণ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা

ভারতীয় প্রীতি ও ওয়ান্ডার ব্র্যান্ডের নকল সুইচ, প্লাগ ও সকেট তৈরির দায়ে ডেমরার হাসান ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাজধানীর ডেমরা মিরপাড়া এলাকার অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। 
অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর ও ডেমরা এলাকায় চারটি টিম অভিযান চালায়।  
এর মধ্যে ডেমরা মিরপাড়া এলাকার হাসান ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানে গিয়ে ভারতীয় প্রীতি ও ওয়ান্ডার  ব্র্যান্ডের নকল সুইচ, প্লাগ, সকেট তৈরি করতে দেখেন অধিদফতরের কর্মকর্তারা। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 
একই দিন সারুলিয়া বাজার এলাকায় অবস্থিত অনুমোদন ছাড়া এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ন্যুডলস তৈরির অপরাধে মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার পাঁচটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা টাকাসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি চিনি, ভোজ্যতেল, চালসহ নিত্যপণ্যের বাজারে দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্যতালিকা পরিবীক্ষণ করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে চিনি ও ভোজ্যতেল বিক্রয়ের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ঢাকাসহ সারাদেশে অধিদফতরের ৪৪টি টিম অভিযান  চালায়। ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে মোট সাত লাখ ৫৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *