ধূমপান ক্যানসারের কারণ, এ কথা কারও অজানা নয়। এই অভ্যাসের কারণে শরীরে নানা ভাবে প্রভাব পড়ে, তা-ও যথেষ্ট চর্চিত। এ বার ধূমপানের প্রভাব সম্পর্কে আরও এক দাবি করলেন ব্রিটেনের গবেষকরা। জানালেন, পিতামহ বা প্রপিতামহের অল্পবয়সে ধূমপানের আসক্তি প্রভাব ফেলতে পারে তৃতীয় প্রজন্মের উপরও। পূর্ব পুরুষদের এই অভ্যাসের প্রভাব বিশেষ ভাবে নারীদের উপর পড়ে বলেও দাবি করা হয়েছে গবেষণায়।