প্রচ্ছদ

ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত হিসেবে প্রথম কোনো মুসলিম নিযুক্ত দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: রাশাদ হোসাইনকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশাদকে এ পদের জন্য মনোনয়ন দেন। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সিনেটে এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে রাশাদের নিয়োগের বিষয়টি পাস হয় ৮৫-৫ ভোটে। এ পদের দায়িত্ব পাওয়া প্রথম কোনো মুসলিম ব্যক্তি হতে যাচ্ছেন রাশাদ।

এর আগে রাশাদ অরগানিজেশন অব ইসলামিক করপোরশেনে (ওআইসি) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, কৌশলগত সন্ত্রাসদমনবিষয়ক বিশেষ দূত এবং বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউস কাউন্সিলের উপসহযোগী ছিলেন।

সিনেটের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংস্থা  দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।

সংস্থাটির উপ নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল এক বিবৃতিতে বলেন, রাশাদের নিয়োগ পাওয়ার দিনটি আমেরিকার মুসলিম ও আমাদের জাতির জন্য ঐতিহাসিক দিন। আমরা আশাবাদী, তিনি চীনা কমিউনিস্ট পার্টির হাতে নির্যাতিত উইঘুর মুসলিমসহ বিশ্বজুড়ে সব ধর্মের অনুসারীদের স্বাধীনতা রক্ষায় কাজ করবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন রাশাদের নিয়োগের প্রশংসা করেছে।

আরো পড়ুন:

ন্যাটোকে পূর্ব ইউরোপ ছাড়তে রাশিয়ার দাবি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *